প্রেমিক বিয়ে না করায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে হিন্দু ছেলের সাথে প্রেমে ব্যর্থ হয়ে মুসলমান মেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১২ এপ্রিল) উপজেলার খনজোর গ্রামে।

জানা যায়, ওই গ্রামের রফিকুল ভান্ডারির কলেজ পড়–য়া মেয়ে তানিয়া সুলতানা রিতুর (১৯) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন ইসলামগাঁথী গ্রামের মৃত মানিক চন্দ্রের ছেলে মোহন্ত কুমার (৩৫)। মোহন্ত কুমার রিতুকে প্রাইভেট পড়ানোর সুবাদে গত প্রায় ৩ বছর থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি মোহন্ত অন্যত্র বিয়ে করলেও রিতু তাকে বিয়ে করতে অনড় থাকে। মোহন্ত তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে সে শনিবার সকালে তার নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন বলেন, এ ব্যাপারে মেয়ের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন...