পিবিএ ডেস্কঃ সকাল থেকেই মেঘলা আকাশ। গরমের পর বেশ ফুরফুরে বাতাসে রবিবারের সকালটা ছিল অন্যরকম। অনেকদিন পর একটা ছুটির দিন একটু ল্যাদ খেয়ে আরাম করে কাটাতে চাইছিল শ্রেয়া। কিন্তু বাধ সাদল শনিবারের রাতের ওই জঘন্য ঝগড়াটা। সৌমিকের সঙ্গে শনিবার রাতে এতই ফাইট হল যে মাঝরাত থেকে কথা বলা বন্ধ। সকাল থেকে ঠিক করেই রেখেছিল কোনও টেক্সটের জবাব দেবে না। বেলার দিকে যখন অর্ণব হোয়্যাটসঅ্যাপ গ্রুপে বলল আজ সন্ধেয় মজলিশ হবে নাকি? শুনে শ্রেয়া তো একপায়ে খাড়া। কারণ বন্ধুদের সঙ্গে এই আড্ডাটা কোনও ভাবেই সে মিস করতে রাজি নয়। মন খুলে যাবতীয় কথা এখানে যেমন বলা যায় তেমনই সৌমিকের সঙ্গে থাকার চেয়েও বেশি শান্তি পাওয়া যায় এই আড্ডায়। শুধু শ্রেয়াই নয়, যাদের এরকম সুন্দর একটি বন্ধুর গ্রুপ রয়েছে তাদের আর কে পায়। তাই রিলেশনশিপের চেয়ে এই বন্ধুজোনটা খুবই গুরুত্বপূর্ণ।
কোনও প্রত্যাশা থাকে নাঃ একমাত্র এই বন্ধুগ্রুপের কাছে অতিরিক্ত কিছু চাওয়ার থাকে না। খোশমেজাজে গল্প আড্ডা আর দুটো বাজে কথা একমাত্র এখানেই বলা যায়। ভুল বোঝাবুঝি হলেও তা দ্রুত মিটে যায়।
শেষটা খারাপ হয় নাঃ প্রেমিকের বা প্রেমিকার সঙ্গে ব্রেকআপ হতে পারে, কিন্তু বন্ধু বিচ্ছেদ কখনই হয় না। বরং এখান থেকেই মানুষ চিনতে শেখা যায়। ব্রেকআপে মনে গভীর ক্ষত তৈরি হয়, কিন্তু ভালো বন্ধুর সঙ্গে বিচ্ছেদ খারাপ লাগা তৈরি করে। তবে তার স্থায়িত্ব বেশিদিন হয় না।
বন্ধুদের প্রভাব কি সম্পর্কে পড়ে? জীবনে ভালো বন্ধু পেলে তাঁরা আপনাকে দিশা দেখাতে পারে। চারটে ভালো উপদেশ দিতে পারে। কিন্তু আপনার সম্পর্ক আপনি কীভাবে এগোবেন সেই নিয়ে কখনই বেশি নাক গলাতে রাজি হন না, যদি ভালো বন্ধু হয়ে থাকে।
বন্ধুরা নিজেদের ভালোলাগাকে গুরুত্ব দেয়ঃ আপনার খারাপ লাগতে পারে এরকম কাজ কখনই আপনার বন্ধপরা করতে পারে না। অজান্তে বা ভুল বোঝাবুঝি বতে পারে। কিন্তু আপনাকে দুঃখ দিতে কেউ জোর করে এরকমটা করবে না।
একসঙ্গে হাসিঃ জীবনে এই হাঠি ঠাট্টাটাই কিন্তু সব। প্রত্যেকের জীবনেই ওঠাপড়া থাকে। সবাই নানা চাপের মধ্যে দিয়ে চলে। কিন্তু ওই হাসিটাই এগিয়ে নিয়ে যাওয়ার সাহস দেয়।
এছাড়াও প্রত্যেকের জীবনেই ব্যক্তিগত স্পেসটা খুব গুরুত্বপূর্ণ। সকলের নিজের মতো একটা পরিসর থাকে। বন্ধু থাকে। সেখানে সকলকেই নিজের মতো করে ছেড়ে দেওয়া উচিত। কোনও রকম বাধ্যবাধকতা এখানে না থাকাই ভালো।
পিবিএ/এমআর