পিবিএ,ঢাকা: গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরের প্রথম নামাজের জানাজা আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুহাম্মদ জাহাঙ্গীর ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বরেণ্য এই সাংবাদিক মাইলো ফাইব্রোসেসে (রক্তের ক্যান্সার) আক্রান্ত ছিলেন। গত ৮ই জুলাই তাকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়। বাড়ির কাছের মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। মুহাম্মদ জাহাঙ্গীর ১৯৭০ সালের প্রথম দিকে প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা শুরু করেন। পরে তিনি ইলেক্ট্রনিক মিডিয়ায় যুক্ত হন।
পিবিএ/বাখ