প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিনের চুক্তির মেয়াদ বৃদ্ধি

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

পিবিএ, ঢাকা : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের চুক্তির মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে সরকার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসনের আদেশে বলা হয়েছে, বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদকে প্রেস কাউন্সিল অ্যাক্ট, ১৯৭৪ অনুযায়ী তার চুক্তির মেয়াদ গত ২২ আগস্ট অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বর্ধিত করা হলো।

এ নিয়োগের ক্ষেত্রে আগের চুক্তিপত্রের শর্তাবলি অপরিবর্তিত রেখে পুনরায় সরকারের সঙ্গে চুক্তিপত্র সম্পাদন করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

২০১৭ সালের ২২ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মমতাজ উদ্দিনকে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...