প্লেন দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সাবেক রেসিং তারকা

 

পিবিএ ডেস্ক: সাবেক রেসিং তারকা ডেল আর্নহার্ড জুনিয়র, তার স্ত্রী ও কন্যা প্লেন দুর্ঘটনায় পড়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের টেনেসিতে স্থানীয় সময় দুপুর ৩টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্লেনটি এলিজাবেথটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের পর এটিতে হঠাৎ আগুন ধরে যায়। এতে স্ত্রী-কন্যা অক্ষত অবস্থায় বের হতে পারলেও আহত হন আর্নহার্ড। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেটিভ ও দ্য ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড প্লেন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

ডেল আনহার্ড জুনিয়র রেসিং কোম্পানি নাসকারের চালক ছিলেন। তিনি দু’বার ডেটোনা ৫০০ শিরোপা জিতেছেন। ২০১৭ সালে অবসরের পর এখন এবিসি স্পোর্টসে নাসকারের ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।

 

পিবিএ/জেডআই

আরও পড়ুন...