পিবিএ ডেস্ক: চারতলার ব্যালকনি থেকে পড়ে যাচ্ছিল শিশু, এমন অবস্থায় দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেন মা। রুদ্ধশ্বাস এমন মুহূর্তটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। এনডিটিভি জানায়, বুধবার কলম্বিয়ার মেডেলিনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ভাইরাল হয়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যম এল এসপাক্তাদোর সূত্রে জানা যায়, লিফটে চড়ে ওই নারী তার শিশুপুত্রকে নিয়ে ওপরে উঠে। মা ফোনে একটু ব্যস্ত হতেই ছেলে চলে যায় ব্যালকনির দিকে। এ সময় বেলকনির রেলিংয়ের ফাঁক গলে প্রায়ই পড়ে যাচ্ছিল শিশুটি। ওই মুহূর্তে মা দৌড়ে গিয়ে তার পা ধরে ফেলে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায় ওই শিশু।