পিবিএ,বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি ও হামলার ঘটনা ঘটে। এতে বৃদ্ধ ও যুবকসহ গুরুতর আহত হয়েছেন ১২ জন।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টায় পিলজংগ ইউনিয়নের কলমের দোকান সংলগ্ন স্থানে উক্ত ঘটনা ঘটে। জানা যায়, স্থানীয় কলমের দোকান সংলগ্ন মসজিদের নেমপ্লেট লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পিলজংগ ইউনিয়নের মৃত আমীন মশাদীর পুত্র সত্তার মশাদী (৭০), সত্তার মশাদীর পুুত্র এবারাত মশাদী (৪৫), হারুন মশাদীর পুত্র নাঈম মশাদী (১৬), শহিদ শেখ এর পুত্র মনিরুল শেখ (২৫), হাবি গাজির পুত্র সুমন গাজী (২৬), সত্তার মশাদীর পুত্র এশারাত মশাদী (৪৭), আস্বাব শেখের স্ত্রী আম্বিয়া বেগম (৩৬), শহিদ শেখের স্ত্রী ঝর্না বেগম(৫০), মৃত আবু বক্কার শেখের কন্যা আছমা বেগম(৫০), মৃত জাফর মশাদী স্ত্রী হেলেনা বেগম (৬২), ফারুখ শেখের পুত্র সাব্বির শেখ (১৮), আনজিরা বেগম(৫৫)।
স্থানীয়রা আহতদের দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে এদের মধ্যে ৪ জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
এ বিষয়ে আহতদের পরিবারের সাথে কথা হলে তারা জানান, বিষয়টি ফকিরহাট মডেল থানা পুলিশকে অবগত করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে ফকিরহাট মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পিবিএ/এসডি