ফকিরহাটে প্রথম কোভিড-১৯ রোগী সনাক্ত

পিবিএ,ফকিরহাট: ফকিরহাটে প্রথম একজন করোনা সনাক্ত হয়েছে। সে উপজেলার নলধা- মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামের ফরহাদ শেখ (২৮) নামের এক যুবক। সে কয়েকদিন আগে চট্রগ্রাম থেকে বাড়ী এসেছিলো।

তার কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকল্পনা কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার। উক্ত এলাকার ৬ টি বাড়ী লকডাউন করা হয়ছে বলে ইউএনও মোছা: শাহানাজ পারভীন জানিয়েছে।

উল্লেখ্য, এ একজন গার্মেন্টস কর্মী গত ১৪ মে বাড়ীতে আসেন। তবে সে বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। ১৭ মে তার নমূনা সংগ্রহ করেন স্বাস্থ্য বিভাগ। পরীক্ষায় তার পজিটিভ হয়। তিনি বাড়ীতেই চিকিৎসা গ্রহন করছেন।
পিবিএ/আহসান টিটু/এএম

আরও পড়ুন...