পিবিএ,ফকিরহাট (বাগেরহাট) : কোভিড-১৯ দুর্যোগের কারনে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তখন দরিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির প্রদান করা পুষ্টিকর বিস্কুট শিক্ষার্থীদের বাড়ীতে বাড়ীতে গিয়ে পৌঁছে দিচ্ছেন শিক্ষকরা।
১৩ মে, বুধবার বেলা ১১টায় ফকিরহাট খড়রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের বিতরণের জন্য স্কুলে জমা হওয়া বিস্কুট ছাত্র ছাত্রী প্রতি ৫০ প্যাকেট করে পৌঁছে দেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন বাগেরহাট দরিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী তাপস সাধু, মনিটরিং এন্ড রিপোর্টেং অফিসার উজ্জল কুমার দাশ, ফিল্ড মনিটরিং অফিসার উত্তম হালদার, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনু তালুকদার, সহকারি শিক্ষক জয়ান্ত কুমার দত্ত, সাইফুন্নেছা খাতুনসহ অন্যান্যরা।
এ দিন ১১৬জন শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ৮০০ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়েছে।
পিবিএ/আহসান টিটু/বিএইচ