পিবিএ ডেস্কঃ উদ্বোধনী জুটিতে ভাল শুরুর আভাস দিচ্ছিল পাকিস্তান। তবে তা বেশিক্ষণ স্থায়ী হতে দিল না টাইগাররা। পাকিস্তানের ওপেনিং জুটি ভেঙেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলীয় ২৩ রানে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন ফখর জামান (১৩)।
এই প্রতিবেদন লেখা পযর্ন্ত ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩৮ রান জমা করেছে পাকিস্থান। ব্যাটিংয়ে আছেন ইমাম-উল-হক (১১) এবং বাবর আজম (১৪)।
এর আগে ক্রিকেটের তীর্থস্থান খ্যাত লন্ডনের লর্ডসে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক হিসেবে শেষ টস করেছেন মাশরাফির। বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন রয়েছে।
রুবেল হোসেন ও সাব্বির রহমান এই ম্যাচে বাদ পড়েছেন। ফিরেছেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান।
মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান
এ পর্যন্ত দুই দল ম্যাচ খেলেছে ৩৬টি। এর মধ্যে ৩১ ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। আর বাংলাদেশের জয় ৫টিতে। তবে সর্বশেষ পাঁচ দেখায় চারটিতেই জয় রয়েছে টাইগারদের। সে শক্তির বিচারে বাংলাদেশ এগিয়েই রয়েছে।
বিশ্বকাপে দুই দল
বিশ্বকাপের আসরে দুই দল মুখোমুখি হয়েছে একবারই। ১৯৯৯ সালের ওই ম্যাচে ওয়াসিম আকামের দল টাইগার বাহিনীর কাছে ৬১ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে। ইংল্যান্ডের নর্দাম্পটনের ওই ম্যাচটি আজও কোটি সুখ স্মৃতিতে জড়িয়ে রয়েছে।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মোর্তাজা, মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ :
ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, হারিস হোসেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওহাব রিয়াজ, মোহাম্মদ আমির, শাহীন আফ্রিদী।
পিবিএ/ইকে