ফজরের দুই রাকাত সুন্নাতের ফজিলত

ফজর সুন্নাত নামাজের গুরুত্বপূর্ণ ফজিলত এর কথা হাদিসের শরিফের মধ্যে বর্ণিত হয়েছে-

> হজরত আয়েশা (রা.) হতে বর্ণিত- রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘ফজরের দুই রাকআত (সুন্নাত) পৃথিবী ও তার মধ্যের সকল বস্তু অপেক্ষা উত্তম।’ (মুসলিম: ৭২৫)

> হজরত আবু উমামা (রা.) হতে বর্ণিত- তিনি বলেন, নবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ওজু করে, অতঃপর মসজিদে ফজরের (ফরজ) নামাজের পূর্বে দুই রাকআত (সুন্নাত) নামাজ পড়ে। অতঃপর বসে (অপেক্ষা করে) ফজরের নামাজ (জামাতে) পড়ে, সেই ব্যক্তির সেদিনকার নামাজ নেক লোকদের নামাজরুপে লিপিবদ্ধ করা হয়। আর তার নাম পরম করুণাময় (আল্লাহর) প্রতিনিধিদলের তালিকাভুক্ত হয়।’ (ত্বাবারানীরানী, মুজাম, সহিহ তারগিব )

সুবহানাল্লাহ!

আরও পড়ুন...