পিবিএ,ঢাকা: সিনিয়র ফটোসাংবাদিক লুৎফর রহমান বীনু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খিলগাঁও সি-ব্লকের নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে আজ (সোমবার) দুপুর পৌনে বারোটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রীকে নিয়ে খিলগাঁওয়ের বাসায় থাকতেন। তার এক ছেলে অস্ট্রেলিয়ায় এবং এক মেয়ে আমেরিকায় বসবাস করেন।
লুৎফর রহমান বীনু জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন। এছাড়া তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফারও ছিলেন। লুৎফর রহমানের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পিবিএ/জেডএইচ