ফটো-সাংবাদিক রিফাতুন্নবী রিফাতের শুভ জন্মদিন আজ

আজ ৩১ জুলাই,ফটো-সাংবাদিক রিফাতুন্নবী রিফাতের ২০ তম জন্মবার্ষিকী। ২০০১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন রিফাতুন্নবী রিফাত। তার আগমনে যেন পরিবারে এক সুখের বার্তা নিয়ে এলো। ফটো-সাংবাদিক রিফাতুন্নবী রিফাতের জন্মদিন উপলক্ষে ফেসবুকে মেছেন্জারে বন্ধু-বান্ধবী,সাংবাদিক সহকর্মী সহ বিভিন্ন দলের নেতা কর্মীরা সহ সবাই তাকে শুভেচ্ছা জানায়।

২০০১ সালের ৩১শে জুলাই গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বল্লমঝাড় গ্রামে জন্মগ্রহণ করেন রিফাতুন্নবী রিফাত।তার বাবা দীর্ঘ ৭বছর হলো মৃত্যু বরণ করেছেন।বর্তমানে তিনি মাতা রিনা বেগমের সঙ্গে জীবন-যাপন করছেন।বর্তমানে ফটো-সাংবাদিক রিফাতুন্নবী রিফাত তার ১ভাই এবং ভাবি এবং মাকে নিয়ে সুখে আছেন তিনি। বর্তমানে ফটো-সাংবাদিকতা পেশা নিয়ে আছেন তিনি।

জন্মদিন উপলক্ষে তিনি বলেন , যারা আমাকে আজ শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে করে আমরা সারাজীবন এভাবে সুখে থাকতে পারি আর সাংবাদিকতার মাধ্যমে দেশের সেবা করতে পারি।

আরও পড়ুন...