ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

পিবিএ,ঢাকা: নারায়নগঞ্জের ফতুল্লার গিরিধারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও শিশুসহ একই পরিবারের চারজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদেরকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশি সাব্বির জানান, শনিবার রাত সাড়ে আটটায় রান্নার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধদের নাম মা- ফাতেমা আক্তার (৩৫), ছেলে সাফওয়ান (৫) ও রাফি (১১) এবং মেয়ে ফারিয়া (৯)।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, চারজনই শতভাগ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...