ফতুল্লায় তেলবাহী জাহাজে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ জুন) বেলা সোয়া ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর আটটি ইউনিট কাজ করছে।

পুলিশ জানায়, ফতুল্লার পঞ্চবটী এলাকার মেঘনা ডিপোসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে নোঙর করে রাখা জাহাজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আশপাশের অন্যান্য জাহাজ।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বেলা ১টা ৩২ মিনিটে আমরা আগুনের খবর পাই। আমাদের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কেউ হতাহত হয়েছে কিনা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

মেঘনা ডিপোর কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘জাহাজটি আজ তেল নিয়ে ভোলায় যাত্রা করার কথা ছিল। শুনতে পেয়েছি, দুপুরে জাহাজের স্টাফরা রান্না করার সময় আগুন লেগে যায়। বিস্ফোরিত হয় জাহাজের ড্রামে সংরক্ষণ করে রাখা পেট্রল ও ডিজেলের ড্রাম। জাহাজে ৮৬ ড্রাম পেট্রল ও ৭০ ড্রাম ডিজেল মজুত ছিল।’

প্রত্যক্ষদর্শী শ্রমিক আজিজ বলেন, ‘প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আঁতকে উঠি। দূর থেকে জাহাজের কয়েকজন স্টাফকে লাফিয়ে নদীতে পড়তে দেখেছি। শুনেছি কয়েকজন নিখোঁজ আছে।’

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলাম বলেন, ‘আমরা জেনেছি জাহাজে ডিজেল ও পেট্রল লোড করা ছিল। এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে চারজন শ্রমিক রান্না করছিলেন। হয়তো সেখান থেকে আগুন লেগে থাকতে পারে। হতাহতের খবর পেলেও সেটা নিশ্চিত নই।’

আরও পড়ুন...