ফতুল্লায় দগ্ধ মা ছেলের মৃত্যু, বাকি ২ সন্তানও আশঙ্কাজনক

fotullah-fire-PAB

পিবিএ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে মা সহ ৩ শিশু সন্তান দগ্ধের ঘটনায় পাঁচ বছরের শিশু সাফওয়ান মারা গেছে গতরাতে। ছেলের মৃত্যুর পর আজ সোমবার(৮ এপ্রিল) সকালে মা ফাতেমাও চিকিৎসাধীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের এইচডিইউ ইউনিটে মারা গেছে। বাকি ২ শিশুর অবস্থাও আশঙ্কাজনক।

সাফওয়ানের শরীরের ৯৭ শতাংশ ও মা ফাতেমার শরীরের ৯৪ শতাংশ দগ্ধ ছিলো। বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাঃ পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি পিবিএকে নিশ্চিত করেন।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে নারায়গঞ্জ ফতুল্লা গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে মা সহ তিন সন্তান দগ্ধ হয়। দগ্ধ অবস্থায় রাতেই তাদেরকে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বাকি দগ্ধরা হলেন- ৯৮ শতাংশ দগ্ধ ছেলে সাইফ আলী রাফি (১১) ও ৯০ শতাংশ দগ্ধ মেয়ে ফারিয়া ফারজানা (৯)।

দগ্ধ অবস্থায় ফাতেমা জানিয়েছিলো, তারা ফতুল্লা গিরিধারা আবাসিক এলাকায় ৬ষ্ঠ তলা বাসার চতুর্থ তলায় থাকে। গ্যাস লাইন না থাকায় সিলিন্ডার ব্যবহার করতো। তারা চারজন রুমের ভিতরেই ছিল। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে তারা দগ্ধ হয়।

প্রতিবেশী আলী আকবর জানায়, রাত সাড়ে ৮টার দিকে বাসায় বিকট শব্দ হয়। পরে চার তলায় গিয়ে দেখেন চারজন দগ্ধ অবস্থায় পরে আছে। পরে তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। রাফি ও ফারিয়া স্থানীয় ডি-লাইট স্কুলে ৫ম ও ৪র্থ শ্রেনীতে পড়ে।

আরও পড়ুন...