পিবিএ,ফরিদপুর: ফরিদপুরে অপহরণ পর ধর্ষণের ঘটনায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।২০১৬ সালের মামলায় আজ রবিবার (৪ আগস্ট) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমাগীর কবির এ রায় দেন।
এ ছাড়া প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক।
দণ্ডপ্রাপ্তরা হলেন উজ্জ্বল খান (২৫), শুকুর আলী (২৬), মিরাজ শেখ (২৫), ইলিয়াস ব্যাপারী (২০) ও শফি মোল্লা (২৫)। তাদের সবার বাড়ি চরভদ্রাসন উপজেলার সালেপুর গ্রামে। তারা পালাতক বলে জানিয়েছেন ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী স্বপন পাল জানান।
মামলার বিবরণ অনুযায়ী, আসামিরা ২০১৬ সালের ১৪ এপ্রিল চরভদ্রাসন উপজেলার সালেপুর গ্রামের দুই স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ছাড়া ধর্ষণের ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। ওই ঘটনায় এক ছাত্রীর বাবা ওই বছরের ১১ জুন চরভদ্রাসন থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করেন। এতে পাঁচজনকে আসামি করা হয়।
পিবিএ/ইকে