পিবিএ,ফরিদপুর: ফরিদপুরে কিশোরীকে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় ওবায়দুল্লাহ (২০) কে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। রোববার বিকালে নিজ বাসা তাকেথেকে গ্রেফতার করা হয় ।
জানাগেছে, শুক্রবার মাধ্য রাতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ করে কিশোরীর মা রবিবার সকালে ফরিদপুর কোতয়ালী থানায় ওবায়দুল্লাহর নামে মামলা দায়ের করে
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, গণপিটুনীতে আহত ধর্ষক ওবায়দুল্লাহকে রবিবার বিকেলে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করার পর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সোমবার তাকে (ওবায়দুল্লাহ) জেলার মূখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হবে।
তিনি বলেন, ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ওয়ান স্টপ সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত ওই কিশোরীর পরিবার জানায়, গত শুক্রবার রাতে প্রকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে গেলে সেখান থেকে পাশের বাড়ির তরুণ ওবায়দুল্লাহ ওই কিশোরীকে মুখ বেঁধে দ্বিতীয় তলা বাড়ির ছাদে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
পিবিএ/ইএইচকে