ফরিদপুরে দুদকের মামলায় আট জনের সাজা

Faridpur-Dudok-PFaridpur-Dudok-

পিবিএ,ফরিদপুর: ফরিদপুর দুদকের তদন্ত করা একটি মামলায় জাল দলিল করার দায়ে আট জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের স্পেশ্যাল জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এই রায় দেন।

সাজা প্রাপ্তরা হলেন, গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার সহকারি সাব রেজিষ্টার রবেন্দ্র নাথ বিশ্বাস ( দন্ড বিধি ৪৬৭/১০৯ ধারা মোতাবেক ১৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো দুই মাসেন কারাদন্ড), জমি বিক্রেতা সভারঞ্জন রক্ত, রমেশ রক্ত, সুনীল রক্ত, জমি গ্রহীতা প্রমানন্দ মল্লিক ( দন্ড বিধি ৪৬৭ ধারা মোতাবেক যাবতজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে ৬ মাসের কারাদন্ড), সাক্ষি নূরুজ্জামান হাওলাদার, বিল্পব দত্ত, আলী আকবর ( দন্ড বিধি ৪৬৭/১০৯ ধারা মোতাবেক ১০ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড প্রদান করে আদালত)।

রায় ঘোষনার সময় সাবরেজিষ্টার রবেন্দ্র নাথ বিশ্বাস এবং জমি গ্রহীতা প্রমানন্দ মল্লিক পালাতক ছিলেন, অন্যরা আদালতে উপস্থিত ছিল। আদালতের নিদের্শে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ফরিদপুরের দুদকের পিপি অ্যাড. মজিবুর রহমান জানান, গোপালগঞ্জ জেলা কোটয়ালী পাড়ার ৫৩ নং রারিব বিল মৌজার আর এস ৪২৭ নং খতিয়ানের ৩৮৮ নং দায়ের ৩২ শতাংশ জমি মালিক হরিপদ দত্ত। তিনি দীর্ঘ দিন অনুপস্থিত থাকায় এসএ রেকর্ডে অন্যনামে লিপিবদ্ধ হয়। পরবর্তীতে উক্ত জমি সরকারি ভিপি সম্পদ হিসেবে গন্য হয়। কিন্তু গত ৬/৬/১২ সালে ২০৬৬ নং দলিলের মাধ্যমে উক্ত জমির ২২ শতাংশ নিজের নামে দলিল করে নেয় আসামীরা।

এ ঘটনায়, গত ২০১৪ সালে ১১ মার্চ হরিপদ দত্তের নাতনি সবিতা রানি বাদি হয়ে নয় জনকে আসামী করে কোটালিপাড়া থানায় জাল দলিলের অভিযোগে মামলা করে। পরবর্তী ফরিদপুরে দুদক মামলাটি তদন্ত করে ২০১৮ সালে ২৬ ফেব্রুয়ারি চার্জশীর দেয় আদালতে ।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...