মা ইলিশ সংরক্ষণ করতে সরকার পদ্মা-মেঘনা নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ২৬ জনকে আটক করে নৌ-পুলিশ।
গত ১৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত পদ্মার ফরিদপুর অংশে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ ধরার অপরাধে ফরিদপুর উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয় বলে জানান নৌ পুলিশের ফরিদপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।
তিনি জানান, আটকের পাশাপাশি ২০ জন আসামীকে মোবাইকোর্টের মাধ্যমে সাজা ও জরিমানা প্রদান করা হয়। এছাড়া ২ জন আসামীর বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ এর ৫(২) (খ) ধারায় ০১টি এবং ০৪ জন আসামীর বিরুদ্ধে বে-পরোয়াগতিতে বাল্কহেড চালানোর অপরাধে ১৮৬০ সালের পেনাল কোডে এর ২৮০/৩৪ ধারায় ২টি নিয়মিত মামলা রুজু করা হয়। এসময়ে অবৈধ ৪৬ লাখ ৯২ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জেলেদের ধরা মা ইলিশ ৩৪১ কেজি উদ্ধার পূর্বক বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ, মাছ ধারার কাজে ব্যবহৃত ৮টি নৌকা, ৪টি ব্যাটারি, ২টি আইপিএস মেশিন, ৪টি চার্জার লাইট, ২টি মাছ ধরার ঠুসি উদ্ধার করা হয় এবং ২টি বাল্কহেড জব্দ করা হয়।