পিবিএ,ফরিদপুর: র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর এর র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিকাশ প্রতারণার সাথে সম্পৃক্ততা অভিযোগে দুটি প্রতারণা চক্রের পাঁচ সদস্যকে আটক করে। ২০ এপ্রিল মধ্যরাতে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন মিয়া পাড়ার মোঃ আলী ফরাজীর পুত্র মোঃ রুবেল ফরাজী (২৩), কালামিয়া ফরাজীর পুত্র মোঃ উজ্জল ফরাজী (১৯), মৃত ছলফু শিকদারের পুত্র মোঃ ওবাইদুল শিকদার (৩৩) ও আতা হাওলাদারের পুত্র মোঃ সুমন হাওলাদার (২০), এবং রায় নগর গ্রামের মোঃ বাবু মাতুব্বর (২০)।
রোববার সকালে সাংবাদিক সম্মেলনে, র্যাব-৮, ফরিদপুরের সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক, মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, অভিযান চলাকালে আটককৃতদের নিকট থেকে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ৪৬টি মোবাইল সেট, ৫৭৮টি সীমকার্ড, ০২টি রাউটার, ১৬৪টি পিস ইয়াবা ট্যাবলেট, ০২ বোতল ফেন্সিডিল, ১৭৫ গ্রাম গাঁজা এবং নগদ নয়শ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে প্রতারনার মাধ্যমে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে বলেও দাবী করেন ওই কর্মকর্তা। তিনি জানান, আটক ব্যাক্তিদের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
পিবিএ/এমআইটি/আরআই