মোটরসাইকেলে করে মাদক বহনকালে আনুমানিক আট লাখ টাকা মূল্যমানের ২৭৭ বোতল ফেন্সিডিলসহ চারজন মাদক ব্যবসায়ীকে ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করেছে।
গতকাল (২৪ সেপ্টেম্বর) র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাদকদ্রব্যের চালান নিয়ে মোটরসাইকেলযোগে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা মোড় হয়ে রাজধানী ঢাকা’র উদ্দেশ্যে রওনা করেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল গতকাল (২৪ সেপ্টেম্বর) আনুমানিক সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। তার কিছুক্ষণ পর সকাল আনুমানিক ১১:২০ ঘটিকায় ০২টি মোটরসাইকেল উল্লেখিত র্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র্যাব সদস্যরা মোটরসাইকেল দুইটি থামিয়ে মোটরসাইকেলে থাকা ০৪ জন আরোহীকে অধিকতর জিজ্ঞাসাবাদ করলে একপর্যায় তারা তাদের কাছে মাদকদ্রব্য আছে বলে স্বীকার করে।
অতঃপর উক্ত চেক পোস্টে কর্তব্যরত র্যাব সদস্যরা মোটরসাইকেল দুটি তল্লাশি করে এবং মোটরসাইকেলের পাশে ঝুলানো আরোহিদের দেখানো ও বের করে দেওয়া ০২টি ব্যাগের ভিতর হতে আনুমানিক ৮,৩১,০০০/- (আট লক্ষ একত্রিশ হাজার) টাকা মূল্যমানের ২৭৭ (দুইশত সাতাত্তর) বোতল ফেন্সিডিলসহ ০৪ জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ জালাল উদ্দিন ওরফে জালাল (২৬), ২। মোঃ জীবন ইসলাম সাজ্জাদ (৩০), ৩। মোঃ মিন্টু মোল্লা (৩৫), ও ৪। মোঃ আনিসুজ্জামান তুহিন (৩৬), বলে জানা যায়। এ সময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।