ফরিদপুরে বিএনপির আট নেতাকে জেল হাজতে প্রেরণ

BNP-LEADER
বিএনপির ৮ নেতাকে জেল হাজতে প্রেরণ ।

পিবিএ,ফরিদপুর: ফরিদপুরে আওয়ামী লীগ কর্মী ইউসুফ আল মামুন হত্যা মামলায় বিএনপির ৮ নেতার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে বিএনপির আট নেতা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মোঃ আব্দুল হামিদ জামিন আবেদন না-মঞ্জুর করেন।

জামিন বাতিল করে যাদের জেল হাজতে পাঠানো হয় তারা হলেন, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক কিবরিয়া স্বপন, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিনাল, কোতয়ালী বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান রঞ্জন, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিল, যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদ আল ফারুক, নর্থ চ্যানেল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আলমাস মন্ডল।

২০১৮ সালের ১১ ডিসেম্বর ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী ইউসুফ আল মামুনের সাথে কতিপয় ব্যক্তির হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর অসুস্থ মামুনকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিএনপির ৩৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় বাকি আসামীরা হাইকোর্টের জামিনে রয়েছে।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...