পিবিএ,ফরিদপুর: গত ৬০ বছর ধরে অনুষ্ঠিত উৎসবের ধারাবাহিকতায় এবছরও ফরিদপুরের গোবিন্দপুর অম্বিকাপুরে শুরু হয়েছে শ্মশান কালী মায়ের পুজা উপলক্ষে তিনদিনের ধমীয় উৎসব। শুক্রবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী রোববার পর্যন্ত। শুক্রবার জেলার বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বী এ উৎসবে যোগ দেন।
মহাশ্মশান উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি ও উৎসবের আহ্বায়ক সুনিল কুমার দত্ত লক্ষণ বলেন, শুক্রবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে ভাগবত গীতা পাঠ ও মাতুয়া সংঘের পরিবেশনা। সবশেষে আগত মায়ের ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
তিনি আরো জানান, শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত রামায়ন গান ও রোববার শেষ দিনে পদাবলী কীর্ত্তন অনুষ্ঠিত হবে।
পিবিএ/এমআইটি/হক