ফরিদপুরে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক বই ও উপকরণ বিতরণ

পিবিএ,ফরিদপুর: ফরিদপুরের সদর উপজেলার প্রায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের প্রায় দুইশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে সদর উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

এসময় প্রধান অতিথি বলেন, আমাদের মধ্যেই ইতিহাস বিকৃতকারীরা রয়েছে, যে কারণেই বার বার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে হয়। তিনি বলেন, বঙ্গবন্ধরি কন্যা, জননেত্রী শেখ হাসিনা শিক্ষা খাতের প্রভুত উন্নয়ন করেছেন। তিনি আরো বলেন, পূর্ণাঙ্গ মানুষ হতে হলে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।

২০১৮-১৯ অর্থ বছরের এডিপি ও জাইকার অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোখসানা রহমান, পৃুলশ সুপার মো. জাকির হোসেন. সদর উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান প্রমূখ উপস্থিত ছিলেন।পিবিএ/এমআইটি/হক

আরও পড়ুন...