ফরিদপুরে শেষ হলো তিন দিনের মঞ্চ নাট্যোৎসব

faridpur-PBA

পিবিএ,ফরিদপুর: মহান মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় নিয়ে ফরিদপুরের কবি জসিম উদ্দীন হলে ০১ মার্চ থেকে শুরু হওয়া তিন দিনের নাট্যোৎসব রোববার (০৩ মার্চ) রাতে শেষ হয়েছে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহায়তায় শহীদ সুফী নাট্যচক্র ও শহীদ সুফী সমাজ কল্যাণ সমিতি আয়োজিত এ উৎসবে ঢাকা, ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জের সাতটি দলের অংশ গ্রহন করেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মঞ্চস্ত হয় মহান মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে রফিকুল ইসলামের রচনা ও নির্দেশনায় গোপালগঞ্জের মুকসুদপুরের সমতা থিযেটারের নাটক “একাত্তরের মুকসুদপুর”। নাটকটিতে মুক্তিযুদ্ধের নানা চিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর রাত সাড়ে সাতটায় মঞ্চস্ত হয় এ্যাডওয়ার্ড এ্যালবি রচিত মাসফিকুল হাসান টনির নির্দেশিত ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের “রঙ্গভুমি” প্রযোজিত নাটক “চিড়য়াখানার গল্প”।

নাটক দেখে খুশি নানা বয়সের দর্শক। তাঁরা মনে করেন, ভালো মানের নাটক সমাজ থেকে সকল অসঙ্গতি দুর করতে সহায়তা করতে পারে। একই সাথে প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে পারে ইতিহাস ঐতিহ্যকে।

মুক্তিযুদ্ধের ঘটনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পেরে খুশি নাট্যকর্মীরাও। তারা মনে করেন নাটক সমাজের প্রতিচ্ছবি। নাটকের মাধ্যমেরই খুব সহজে সমাজের ক্ষতচিহ্নগুলোকে সবার সামনে তুলে ধরে সমাজকে শুদ্ধ করতে ভুমিকা রাখা যায়।

নাট্য ব্যাক্তিত্ব মো. আলাউদ্দিন আল আজাদ মনে করেন, এ নাট্যোৎসব কিছুটা ঝিমিয়ে পড়া নাট্যকর্মীদের উজ্জীবিত করবে। এতে সরোব হবে ফরিদপুরের নাট্যাঙ্গণ। আয়োজক সংগঠন শহীদ সুফী নাট্যচক্রের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ জানান, চারটি জেলার সাতটি দল নিয়ে শুরু হওয়া এ উৎসবের পরিসর আগামীতে বাড়ানো হবে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা মনে করেন, সুস্থ সংস্কৃতি চর্চায়, সামাজিক অবক্ষয় রোধে মানুষের মননের পরিবর্তন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুনরুজ্জীবিত করাসহ ইতিহাসকে ধারণ করতে এধরণের নাট্যোৎসবের আয়োজন।

গত শুক্রবার রাজবাড়ীর স্বদেশ নাট্যাঙ্গনের “ঐতিয্যে লোক গাঁথা” ও ফরিদপুরের শহীদ সুফী নাট্যচক্রের “ভিটা” মঞ্চস্ত হয়। আর রোববার সন্ধ্যা ৬.১০ মিনিটে ফরিদপুরের বৈশাখী নাট্য গোষ্ঠীর “চোখের জলে আগুন জ্বলে”, ৭.২০ মিনিটে জেলার বহুরুপী সাংস্কৃতিক সংস্থার “শত্রু” এবং রাত ৮.২০ মিনিটে জেলার সঙ থিয়েটারের “ক্ষনা” মঞ্চস্ত হয়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...