ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সামাদ কাজী স্বাবলম্বী হয়েছেন কলার চাষ করে। আট বছর আগে বাড়ির পাশে এক একর ৩২ শতাংশ জায়গা ইজারা নিয়ে কলার বাগান তৈরি করেন। বর্তমানে সদরের নর্থ চ্যানেল, ডিক্রির চর ও ঈশান গোপালপুর ইউনিয়ন ছাড়াও পাশের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সীমান্ত এলাকায় সব মিলিয়ে চারশ বিঘা জমিতে কলার বাগান করেন। বুধবার ১৩ মার্চ। ছবি: পিবিএ