পিবিএ ডেস্ক: সেমি-ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে মুখোমুখি হবে চির প্রতিদ্বন্দ্বী দল দুটি।কিন্তু এবারের কোপা আমেরিকায় ঢিমে-তালে এগুচ্ছে আর্জেন্টিনা। কোয়ার্টার-ফাইনালের উঠলেও এখন পর্যন্ত নজর কাড়তে পারেনি দুইবারের চ্যাম্পিয়নদের খেলা।
ছন্দে নেই দলটির অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। নিজের সেই ফর্মহীনতার কথা অকপটে স্বীকারও করলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
মারাকানায় শুক্রবার রাতে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে কোপার শেষ চারের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। দলটির হয়ে দুই অর্ধে দুটি গোল করেন লরাতো মার্তিনেস ও জিওভানি লো সেলসো। এই ম্যাচেও নজর কাড়তে পারেননি মেসি।
চলতি টুর্নামেন্টে চার ম্যাচে একটি মাত্র গোল করতে পেরেছেন মেসি। তাও গোলটি করেছেন পেনাল্টি থেকে, গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে।
নিজের পারফরম্যান্স নিয়ে মেসি বলেন, “সত্যি বলতে কী, যেমনটা প্রত্যাশা করেছিলাম, আমার জন্য এই কোপা আমেরিকা সেরকম সেরা হচ্ছে না। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা জিতেছি।”
ভেনেজুয়েলার বিপক্ষে আক্রমণভাগের মুল ভূমিকায় ছিলেন না মেসি। আক্রমণের দায়িত্বে ছিলেন লরাতো মার্তিনেস ও সের্হিও আগুয়েরো। তাতে ফল পেয়েছে আর্জেন্টিনা। দলের এই আক্রমণভাগ নিয়ে খুশি মেসি।
“আমরা জানতাম, আমরা যদি আক্রমণভাগের তিনজনকে খেলাতে চাই তাহলে আমাদের অবশ্যই দৌড়াতে হবে এবং রক্ষণভাগকে সহায়তা করতে হবে।”
“এটা কাপ ম্যাচ। যেকেউ যে কাউকে হারাতে পারে। তবে মাঠেরঅবস্থাটা ভালো ছিল না। খেলা খুবই কঠিন ছিল। এটা লজ্জাজনক। এবারের কোপা আমেরিকায় সব মাঠই একই রকম।”
পিবিএ/এএইচ