ফলোঅনে পড়লো দক্ষিণ আফ্রিকা

পিবিএ ডেস্ক: দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিরাট । তার ক্যারিয়ার সেরা ইনিংসে পাহাড় সমান রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২৭৫ রানে সব উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। ভারত এগিয়ে আছে ৩২৬ রানে।

আগের ম্যাচে শতক করা রোহিত শর্মা এই ম্যাচে ১৪ রান করে রাবেদার বলে ডি কক কে ক্যাচ দিয়ে ফিরে যান। পরবর্তীতে আগারওয়ালও ও পুজারার ১৩৮ রানের জুটি গড়লে ৫৮ বলে আউট হয়ে ফিরেন পুজারা। একপাশে থেকে মায়াঙ্কের দুর্দান্ত শতক দেখে ভারত। কিন্তু ২ ছক্কা ও ১৬ চারে ১০৮ করে ফিরতে হয় মায়াঙ্ক আগরওয়ালকে।

কিন্তু বিরাট কোহলি ক্যারিয়ারের ৭ম দু-শতকের দেখা পান।সেই সাথে ক্যারিয়ার সেরা ৩৩৬ বলে ২ ছক্কা ও ৩৩ চারে ২৫৪ রান করে ব্রডম্যানের পাশে নাম লেখান কোহলি। শেষ দিকে জাদেজার ৯১ রানেরঝড়ো ইনিংসে ৬০১ রানে ডিক্লেয়ার ঘোষণা করে।

জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানের মাথায় যাদবের বলে আউট হয়ে ফিরেন মার্কাম। তারপর পর দলের ১৩ রানের মাথায় যাদবের বলে বোল্ড হয়ে ফিরেন এলগার এবং ৩৩ রানের মাথায় শামির বলে ফিরেন বাভুমা।

তৃতীয় দিন এসে দলের ৪৮ রানের মাথায় চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে পরে প্রোটিয়ারা। পরবর্তীতে ডি কক- ডুপ্লেসি প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ৩১ রান করে ফিরতে হয় ডি-ককে।

তারপর ডু প্লেসিস অর্ধশতক পূর্ণ করে ৬৪ রান করে আউট হয়ে যায়। শেষ দিকে,ভারতকে ধৈর্যের পরীক্ষা দেন মহারাজ ও ফিল্যান্ডার। দুজনের জুটি থেকে আসে ২৫৯ বলে ১০৯ রান। মহারাজ ১২ চারে ৭২ রান করে আউট হয়। ফিল্যান্ডার ৪৪ রানে অপরাজিত ছিলেন। রাবেদা আউট হলে ২৭৫ রানে গুটিয়ে যায় সফরকারী প্রোটিয়ারা।

ভারতের হয়ে অশ্বিন নেন ৪ উইকেট, যাদব নেন ৩ উইকেট ও শামি নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোরঃ (৩য় দিন শেষে)
১ম ইনিংস শেষে
ভারতঃ ৬০১/৫ (১১৩)
বিরাট ২৫৪*, আগারওয়াল ১০৮
রাবেদা ৩/৯৩

দক্ষিণ আফ্রিকাঃ২৭৫/১০(১০৫.৪)
মহারাজ ৭২, ডু প্লেসিস ৬৪
অশ্বিন ৪/৬৯, উমেশ যাদব ৩/৩৭

পিবিএ/ইকে

আরও পড়ুন...