পিবিএ ডেস্ক: অন্যান্য সময়ের তুলনায় এ দৃশ্য একেবারেই ভিন্ন। ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছে অধিকাংশ মানুষ। এতে রাজধানী হয়ে পড়েছে ফাঁকা। বিভিন্ন বিনোদনকেন্দ্র ছাড়া রাজধানীবাসীর যাতায়াত নেই বলতেই চলে।
আজ মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সরেজমিনে রাজধানীর বিভিন্ন রাস্তা একেবারে ফাঁকা দেখা যায়। তবে কিছু গণপরিবহনের দেখা মেলে হাকডাক করে যাত্রী খুঁজতে।
যাত্রী সংকটের কারণে গণপরিবহনের বাসগুলোকে বিভিন্ন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হঠাৎ কোনো যাত্রী এলে তাকে ডাকাডাকি করছেন বাসের হেলপাররা।
বিভিন্ন বাসস্ট্যান্ডে অপেক্ষা করেও যাত্রী তুলতে পারছে না বাসগুলো।
সারা বছর ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যস্ত সময় পার করলেও এখন ট্রাফিক পুলিশের কাজ নেই বললেই চলে। রাস্তায় জ্যাম না থাকায় বিভিন্ন স্থানে দাঁড়িয়ে খোশগল্প করতে দেখা যায় ট্রাফিক পুলিশদের।
রাস্তা ফাঁকা থাকায় দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা। তবে বাসের কন্ডাকটররা ঈদের কথা বলে কিছু বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করছে বলে যাত্রীরা জানিয়েছেন।
পিবিএ/এমএসএম