বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। তাকে বলা হয় মিস্টার পারফেকশনিস্ট এছাড়াও তাকে বলিউডের সবচেয়ে ব্যক্তিত্ববান অভিনেতা হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তিনি সেই নব্বইয়ের দশক থেকে শুরু করে এখন পর্যন্ত সিনেমার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
আমির খান ১৯৮৬ সালে বিয়ে করেছিলেন রিনা দত্তকে। সেই ঘরে তার দুই সন্তান। তাদের নাম জুনায়েদ খান ও ইরা খান। তবে এই দম্পতির বিচ্ছেদ হয় ২০০২ সালে। ২০০৫ সালে প্রযোজক-চিত্রনাট্যকার ও পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান।
সম্প্রতি মা-বাবার বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন আমিরকন্যা নির্মাতা ইরা খান। নিজের ইনস্টাগ্রামে ১০ মিনিটের একটি ভিডিও ফাঁস করেছেন ইরা। সেখানে তিনি বলেছেন, আমি যখন ছোট ছিলাম, তখন আমার মসা-বাবার বিচ্ছেদ হয়। কিন্তু এ ঘটনা আমার জীবনে তেমন কোনো প্রভাব ফেলেনি, কারণ আমার মা-বাবার মধ্যে বন্ধুভাবাপন্ন সম্পর্ক ছিল। তারা বন্ধু, পুরো পরিবার এখনো বন্ধুর মতো। আমরা কোনোভাবেই ব্রোকেন ফ্যামিলি নই।