পিবিএ, স্পোর্টস ডেস্ক: শুক্রবার দিনগত রাতে শুরু হলো ৪৬তম কোপা আমেরিকার আসর। প্রথম ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ব্রাজিল। শুভ সূচনার অপেক্ষায় রয়েছে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। আগামীকাল (রোববার) বাংলাদেশ সময় ভোররাত ৪টায় সালভাদরে কলিম্বিয়ার মুখোমুখি হবে নীল-সাদা জার্সির দল।
গতকাল বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল সহজ জয় পেলেও শক্তিশালী কলাম্বিয়াকে কতটা আটকে রাখতে পারবে লিওনেল মেসিরা সে বিষয়ে বেশ কৌতূহলী ফুটবলপ্রেমীরা। ম্যাচটি নিয়ে যখন জল্পনা-কল্পনার ঝড় বইছে ততক্ষণে ফাঁস হয়ে গেল কলাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা একাদশ। আর বিষয়টি ফাঁস করে দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলানি নিজেই। শুধু একাদশ ফাঁসই নয় কোন কৌশল আর্জেন্টিনা খেলবে সেটাও জানালেন তিনি।
ম্যাচের একদিন আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য ফাঁস করে দিয়ে লিওনেল স্কলানি বলেন, আগামীকালের ম্যাচটির অধিনায়ক লিওনেল মেসিই থাকছেন। দলের আক্রমণের নেতৃত্বেও দেখা যাবে তাকে। স্ট্রাইকার হিসেবে ম্যাচের শুরুতেই সার্জিও আগুয়েরোকে নামাতে দেখা যাবে। যথারীতি আগুয়েরোকে এসিস্ট করবেন মেসি।
কলাম্বিয়ার বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে খেলবে আর্জেন্টিনা বলে নিশ্চিত করেছেন স্কলানি। মিডফিল্ড থেকে মেসি ও আগুয়েরোকে বল সরবরাহ করবেন অ্যানহেল ডি মারিয়া, জিওভানি লো সেলসো, গুইদো রদ্রিগেজ। ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায় লিও পারেদেসকে দেখা যাবে।
আর্জেন্টাইন শিবিরে রক্ষণভাগে থাকছেন – নিকোলাস টাগলিয়াফিকো, নিকোলাস ওটামেন্ডি, জার্মান পেজ্জেলা ও রেঞ্জো সারাভিয়া। আর গোলরক্ষক হিসাবে যথারীতি দেখা যাবে ফ্রাঙ্কো আরমানিকে।
দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হতে পারে পাওলো দিবালা, রদ্রিগো ডি পল ও লাউতারো মার্টিনেজদের।
আর্জেন্টিনার একাদশ
লিওনেল মেসি, ডি মারিয়া, আগুয়েরো, ফ্রাঙ্কো আরমানি, সারাভিয়া, পেজ্জেলা, ওটামেন্ডি, টাগলিয়াফিকো, পারেদেস, রদ্রিগেজ।
পিবিএ/বাখ