চলতি আইপিএলের পর পরই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে খেলবে ভারত। অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা অনেক আগেই শিরোপার দৌড়ে পা বাড়ালেও ফাইনালে উঠে ভারত। আগামী ৭ জুন ইংল্যান্ডের ওভালে হতে যাওয়া সেই মহারণের জন্য চমক জাগানো স্কোয়াড ঘোষণা করে ভারত। এবার তারা ম্যাচটির জন্য একজন ম্যানেজার নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডটি।
ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের ম্যানেজার থাকবেন অনিল প্যাটেল। এর আগেও তিনি জাতীয় দলের হয়ে একই দায়িত্ব সামলেছেন। বর্তমানে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারির দায়িত্বে রয়েছেন তিনি।
কেনিংটন ওভালে টেস্টের ফাইনাল চলবে ৭-১১ জুন পর্যন্ত। এই ম্যাচের জন্য অজিঙ্কা রাহানেকে দলে রেখে বেশ চমকই দেখিয়েছে বিসিসিআই। এক সময় সাদা পোশাকের দলে তিনি নিয়মিত থাকলেও, মাঝখানে ফর্মহীনতায় তিনি ছিটকে যান।
এছাড়া নতুন করে ম্যানেজারের দায়িত্বে আসা অনিল প্যাটেল একাধিক সফরে ভারতীয় দলের সঙ্গে ছিলেন। এছাড়া ২০২০ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপেও ম্যানেজারের দায়িত্ব সামলান তিনি, যদিও সেবার ভারত ফাইনালে বাংলাদেশের কাছে শিরোপা হাতছাড়া করে।