ফাইনালে চলে যাবে টিম টাইগার্স

পিবিএ ডেস্ক: ফাইনাল নিশ্চিতের ম্যাচে আজ উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে ফাইনালে চলে যাবে টিম টাইগার্স। ডাবলিনের ম্যালাহাইডে খেলা শুরু হবে বিকেল পৌনে ৪টায়।

ফাইল ছবি

ক্যারিবিয়ানদের হারালেও আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বৃষ্টির কারণে হয় পরিত্যক্ত হয়। ফলে পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। এরই মধ্যে আইরিশদের টানা দুই ম্যাচে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে উইন্ডিজ। অনেকটা নির্ভার হয়েই মাঠে নামবে জেসন হোল্ডারের দল।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় স্কোয়াডের অন্য ক্রিকেটার যাচাই-বাছাইয়ের সুযোগ পাচ্ছেন না অধিনায়ক মাশরাফি। তবে কন্ডিশন দেখেই পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে। নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে জয় পাওয়ায় আত্মবিশ্বাসী হলেও সেরা দল নিয়ে মাঠে নামবে টাইগাররা।

 

পিবিএ/জেআই

আরও পড়ুন...