ফাইনালে যেতে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৪৮ রানের সহজ টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

জয়ের লক্ষে ব্যাট করছে বাংলাদেশ

পিবিএ ডেস্ক: ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের সহজ টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ক্যারিবিয়রা। বাংলাদেশী বোলারদের চাপে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৭ রান করে তারা।

ইনিংসের শুরুতে ব্রেক থ্রু এনে দেন মাশরাফি, আর শেষটা ছেঁটে দেন মুস্তাফিজ। ১০ ওভার বল করে ৬০ রানে ৩ উইকেট নিয়েছেন ম্যাশ। আর মুস্তাফিজের বোলিং ফিগার ৯-১-৪৩-৪। ভালো বোলিং করেছেন মেহেদী মিরাজ আর সাকিব আল হাসানও।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে ক্যারিবীয়রা। অধিনায়ক মাশরাফি প্রথম আঘাত হানলেন। দলীয় ৩৬ রানে তার বলে সুনিল অ্যামব্রিস (২৩) সৌম্য সরকারের দর্শনীয় এক ক্যাচে পরিণত হন। ১৯ রানের ব্যবধানে তিন নম্বরে নামা ডোয়াইন ব্র্যাভোকে (৬) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ।

আরেক ওপেনার শাই হোপকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন রোস্টন চেইজ। কিন্তু কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় চেইজকে (১৯)। এরপর আবারও মুস্তাফিজের ম্যাজিক। এবার শিকার জনাথন কার্টার (৩)।

তবে ক্যারিবিয়দের রানের খড়া কাটান পঞ্চম উইকেটে জুটি গড়া হোল্ডার এবং হোপ। তারা গড়েন ১০০ রানের জুটি। এমন সময় ১০৮ বলে ৬ বাউন্ডারি আর একটি ছক্কায় ৮৭ রান করা হোপকে ফেরান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরপর ৭৬ বলে ৬২ রানে হোল্ডারকেও প্রায় একইভাবে সাজঘরের পথে ফেরান মাশরাফি। এরপর ফ্যাবিয়েন অ্যালেনকে ৭ রানে এলবিডব্লিউ করেন সাকিব। শেষ দুই উইকেটে অ্যাশলে নার্সকে ১৪ এবং রেমন রেইফারকে ৭ রানে ফেরান মোস্তাফিজ।

ইনিংস শেষে ৯ ওভারে ৪৩ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন মোস্তাফিজ। আর ১০ ওভারে ৬০ রান দিয়ে ৩ উইকেট নেন মাশরাফি। এছাড়াও একটি করে উইকেট সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...