ফাগুনের আগুন নিয়ে প্রকৃতিতে হাজির বসন্তের দূত। ঋতুরাজ মানে শুকনো ঝরা পাতার খেলা আর ফোটা ফুলের মেলা। পঞ্জিকার পাতায় এখনো শীতের কয়েকটা দিনে থাকলেও প্রকৃতি গাইছে অন্য সুর। মাঝ মাঘেই বেজে উঠছে দক্ষিণার সুর। শীতের কানে কানে পৌঁছে দিচ্ছে বাসন্তী প্রকৃতির মন্ত্র। ফুলকি ছড়াতে শুরু করেছে পলাশের আগুন। বসে নেই শিমুলও। রাঙিয়ে তুলেছে শাখা-প্রশাখা। ছবিগুলি বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সদর থেকে তোলা। বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী। ছবি : পিবিএ/শামীনূর রহমান

আরও পড়ুন...