পিবিএ, জবি : ফাগুন উৎসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস মাতিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যান্ড দলগুলো। ‘ফাগুনরেই দ্রোহ, ফাগুনরেই ভালবাসা’ এই শ্লোগানকে সামনে রেখে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড এসোসিয়েশনের’ উদ্যেগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শান্ত চত্বরে এ অনুষ্ঠান শুরু হয় এবং শেষ হয় বিকাল ৪টায়।
মৌসুমি মৌ এবং সজল রায়ের সঞ্চলনায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড এসোসিয়েশনের ব্যান্ডদলগুলো। প্রথমে মঞ্চে গান পরিবেশন করে ব্যান্ড ‘স্বপ্নবাজি’। এরপরে একে একে গান পরিবেশন করে ব্যান্ডদল ‘মনের মানুষ’,‘আবুল-তাবুল’,‘অভিকর্ষ’।
সব শেষে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবার পরিচিত ব্যান্ড দল ব্যান্ড ‘ট্রভেলার্স’ এর গান। তাদের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড এসোসিয়েশন প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারি ‘ফাগুন উৎসবের’ আয়োজন করবে বলে ঘোষনা দিয়েছে।
পিবিএ/জিজি