ফার্মগেটের সম্রাট হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

পিবিএ, ঢাকা: তেজগাঁও থানাধীন ফার্মগেটের সম্রাট হোটেলের ৭ম তলার একটি কক্ষ থেকে এক তরুণ এবং এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তরুণের নাম আমিনুল ইসলাম সজল (২১) তিনি তেজাগাঁও কলেজের ছাত্র ছিলেন। তরুণীর নাম মরিয়ম আক্তার জেরিন (২০), তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, বেলা তিনটার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত লাশ দুটির গায়ে কোন আঘাতের চিহ্ন ছিল না। তবে, কক্ষটি থেকে যৌন উত্তেজক কিছু ঔষধ পাওয়া গেছে।এ রিপোর্ট লেখার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল এবং লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছিল। তবে, তখনো এ সম্পর্কে কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন...