ফাল্গুনকে বরণে বাসন্তী রঙের পোষাক আর ফুলের ব্যবহার দীর্ঘ দিনের রীতি। এদিন সবার চেষ্টা থাকে নিজেকে বাসন্তী রঙে সাজাতে। মেয়েদের খোপায় কিংবা বেনীতে এদিন গাঁদা ফুল শোভা না পেলে কি হয়! সে কারণেই ফুলের দোকানিরা নানা রঙের ফুলের পসরা সাজিয়েছেন। সেখানে পছন্দের ফুলের খোঁজে হাজির হচ্ছেন অনেকেই। ছবিটি মঙ্গলবার ১২ ফেব্রুয়ারী শাহাবাগ থেকে তোলা। ছবি: পিবিএ