ফায়ার সার্ভিসের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে আহত ২

পিবিএ, বগুড়া: বগুড়ার সোনাতলায় ফায়ার সার্ভিস এর পানিবাহি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে দুই ফায়ারম্যান আহত হয়েছেন। আহত দুই ফায়ারম্যানকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। পুকুরে থাকা গাড়ীটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।


বুধবার দুপুরে সোনাতলা ফায়ার সার্ভিস এর ফায়ারম্যানরা অগ্নিকান্ডের সংবাদ পেয়ে উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়াগ্রামের একটি বসত বাড়িতে আগুন নেভাতে যায়। সেখানে আগুন নিভিয়ে ফেরার পথে সোনাতলা সদরের নাপিত বাড়ি এলাকায় ফায়ার সার্ভিসের পানিবাহি গাড়ীটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এতে দুইজন ফায়ারম্যান

সাজু আহম্মেদ (৩০) ও আজাদুল ইসলাম (৩২) আহত হয়।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসর বজলুর রশীদ পিবিএ’কে জানান, পানিবাহি গাড়ীটি উদ্ধারের চেষ্টা চলছে। দুই ফায়ারম্যান এখন পর্যন্ত নিরাপদে রয়েছে।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...