ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ এলসিডি ডিসপ্লে তৈরী করেছে চীনা কোম্পানি

প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপ আলাদা

পিবিএ ডেস্ক: সফল ভাবে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে সহ এলসিডি ডিসপ্লে তৈরি করে ফেলেছে চিনের কোম্পানি বিওই টেকনোলজি গ্রুপ। ২০১৯ সালে কম দামের স্মার্টফোনে এই ডিসপ্লে ব্যবহার হতে পারে। ডিজিটাইমস-এ প্রকাশিত এক রিপোর্টে এই কথা জানানো হয়েছে। এতদিন শুধুমাত্র এমোএলইডি ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা যেতো। নতুন এই প্রযুক্তি সামনে আসার পরে এলসিডি ডিসপ্লের মধ্যেও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাবে। এর ফলে কম দামের স্মার্টফোনে ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জনপ্রিয় হবে।

সম্প্রতি সাংহাই তে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে নতুন এই ডিসপ্লে প্রযুক্তি সামনে নিয়ে এসেছেন বিওই ভাইস প্রেসিডেন্ট লুই শাওডং।

“লুই জানিয়েছেন ২০১৭ সালে অল স্ক্রিন ডিসপ্লের স্মার্টফোনের সংখ্যা ছিল ৯ শতাংশ। ২০১৮ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৬৫ শতাংশ। ২০১৯ সালে ৮১ শতাংশ ফোনে অল স্ক্রিন ডিসপ্লে দেখা যাবে। ২০১৯ সালে বিশ্বব্যাপী ১২৬ কোটি স্মার্টফোন বিক্রি হবে।”

“২০২০ সালে অল স্ক্রিন স্মার্টফোনের পরিমান হবে ৯০ শতাংশ। আগামী বছর বিশ্বব্যাপী ১৪৬ কোটি স্মার্টফোন বিক্রি হবে।” এক সাক্ষাৎকারে ডিজিটাইমসকে জানিয়েছেন লুই।

এর আগে এইউ অপট্রনিকস নামে একটি কোম্পানি এলসিডি ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তৈরী শুরু করেছিল। ১৯৯৩ সালের এপ্রিল মাসে BOE টেকনোলজি গ্রুপের পথ চলা শুরু হয়েছিল। ডিসপ্লে, সেন্সর, স্মার্ট সিস্টেম তৈরী করে বেজিং এর কোম্পানিটি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...