ফিফার গোপন তথ্য ফাঁস: ব্যালন ডি’অর উঠছে মেসির হাতে

পিবিএ ডেস্কঃ এবারের ব্যালন ডি’অর উঠছে মেসির হাতেই। ফিফা’র এবারের মৌসুমের একটি পরিসংখ্যান ফাঁস হয়ে গেছে। সেই পরিসংখ্যান অনুযায়ী, মেসির রেটিং ৯৪/১০০। আর রোনালদোর রেটিং ৯৩/১০০। সবমিলিয়ে ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে রোনালদোর চেয়ে এগিয়ে আছেন তিনিই।

গত মৌসুমে বার্সার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে ৫১ গোল করেছেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই টানা দ্বিতীয়বারের মতো লা লিগার শিরোপা ঘরে তুলেছে কাতালান জায়ান্টরা। গত মৌসুমে জুভেন্টাসের জার্সিতে ৪৩ ম্যাচে ২৮ গোল করলেও দলকে সিরি আ’র শিরোপা জেতাতে মূল ভূমিকাই ছিল তার।

২০০৮ থেকে ২০১৭ পর্যন্ত এই মেসি-রোনাওলদোর বাইরে আর কেউই পুরস্কারটি জিততে পারেননি। তাদের সেই আধিপত্য ভেঙে গতবার সেরা হন রিয়াল মাদ্রিদের ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিক।

ফুটবল জগতের দুই সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দু’জনই এখন পর্যন্ত পাঁচটি করে ব্যালন ডি’অর জেতার স্বাদ পেয়েছেন। এদিকে চলতি বছরের ফিফার বর্ষসেরা পুরস্কারে রোনালদোর চেয়ে এগিয়ে আছেন মেসি। ফিফার ফাঁস হওয়া পরিসংখ্যানে তা উঠে এসেছে।

আগামী ২৩ সেপ্টেম্বর মিলানে অপেরা হাউজ লা স্কালায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

পিবিএ/মোফা

আরও পড়ুন...