ফিরোজ বাহিনীর প্রধানকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা


পিবিএ,নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের শফিপুরে ফিরোজ বাহিনীর প্রধান ফিরোজকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকেগুরুতর আহত অবস্থায় শফিপুর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

শফিপুর গ্রামের দীর্ঘদিন থেকে মানুষ সন্ত্রাসী ফিরোজ বাহিনীর কাছে জিম্মি ছিলো। এই বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ে এলাকাবাসী। তার বিরুদ্ধে র‌্যাব সদস্যদের উপরে হামলা, ভাংচুর, লুটপাট, জবরদখলসহ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। অন্তত ১০টি মামলার সে গ্রেফতারী পরওয়ানাভূক্ত আসামী হলেও এতো দিন তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নোয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন পিবিএ’কে জানান, গণপিটুনির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ফিরোজকে উদ্ধার করেছি। সে গণরোষোর শিকার হয়। স্থানীয়রা তার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

পিবিএ/ইএন/হক

আরও পড়ুন...