ফিলিপাইনে ট্রাক উল্টে কনে ও শিশুসহ নিহত ১৩

ফিলিপাইনে ট্রাক উল্টে কনে ও শিশুসহ নিহত ১৩

পিবিএ ডেস্ক: ফিলিপাইনে ট্রাক দুর্ঘটনায় কনে ও দুই শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্বত্য সড়কে উল্টে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। সান ফার্নান্দো শহরের পুলিশ ভিক্টর কুইনাও জানান, শনিবার কামারিনস সুর প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকে ৫৩ জন যাত্রী ছিল।

নিয়ন্ত্রণ হারিয়ে এটি রাস্তা থেকে নিচে পড়ে যায়। এতে প্রাণহানি ছাড়াও বেশ কিছু সংখ্যক লোক আহত হয়। ট্রাক যাত্রীরা ফিলিপাইনের ঐতিহ্যবাহী বিয়ের আগের একটি অনুষ্ঠান থেকে ফিরছিল। এ অনুষ্ঠানে বর ও তার পরিবার কনের বাড়িতে গিয়ে তার কাছে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানতে চায়।

তাই, কনে কেন ট্রাকে ছিল সে বিষয়ে পুলিশ কর্মকর্তা স্পষ্ট করে কিছু বলতে পারেননি। দুর্ঘটনার পেছনে ড্রাইভারের দায় কতটা তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

পিবিএ/আরআই

আরও পড়ুন...