ফিল্মী স্টাইলে আটক কংগ্রেস নেতা পি চিদাম্বরম

পিবিএ ডেস্ক: ফিল্মী স্টাইলে গ্রেফতার করা হলো ভাররতের সাবেক অর্থমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে। আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) তাকে গ্রেফতার করে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, এর আগে চিদাম্বরমের বাড়ির প্রধান ফটক বন্ধ থাকায় দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন সিবিআই কর্মকর্তারা। দলে ১৫-২০ জন সদস্য ছিলেন। বুধবার রাত ১০টার দিকে দক্ষিণ দিল্লির নিজ বাসা থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই অফিসে নিয়ে যাওয়া হয়।

খবরে বলা হয়, আইএনএক্স মিডিয়া মামলায় আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পরে তা চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে শুনানির আবেদন করেছিলেন চিদাম্বরম। কিন্তু সুপ্রিমকোর্ট এই আবেদন খারিজ করে শুক্রবার মামলার শুনানির দিন ধার্য্য করে। পরে সিবিআই তার বাড়ির প্রধান গেটে একটি আইনি নোটিশও ঝুলিয়ে আসে।

বর্তমানে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য চিদাম্বরম অতীতে বিভিন্ন সময় অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পেনশনবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

পিবিএ/বাখ

আরও পড়ুন...