ফুটওভার ব্রিজ রেখে ঝুঁকি নিয়ে ট্রেনের নিচ দিয়ে পারাপার

আব্দুল্লাহ আল মারুফ, পিবিএ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনের ফুটওভারব্রিজ ব্যবহার করে না বেশিরভাগ পথচারীরা। সময় বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলা পরিষদ,কামারখন্দ থানা,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলার প্রধান দুই মাধ্যমিক বিদ্যালয়, কলেজের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন এনজিও, সরকারি কর্মকর্তা, কর্মচারী সহ প্রায় ২০-২৫ হাজার মানুষের নিরাপত্তার জন্য রেলওয়ে
স্টেশনে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে।

কিন্তু কিছু পথচারী ব্যতিত সবাই জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবন, ধূমকেতু, সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ বিভিন্ন আন্তনগর ট্রেনের দাঁড়ানো অবস্থায় পথচারীরা ট্রেনের নিচ দিয়ে পারাপার হন রাস্তা ।

কয়েকজন পথচারীদের রেলওয়ে ফুট ওভারব্রিজ ব্যবহার করেন না কেন, জানতে চাইলে তারা বলেন ফুটওভারব্রিজ ব্যবহার করলে সময় বেশি লাগে আর উঠানামা করতে অনেক কষ্ট হয়। তাই ব্যবহার করি
না তবে ফুটওভার ব্রিজ ব্যবহার করা প্রয়োজন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...