ফুটবলার ধোনি!

dhoni

পিবিএ ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরু আগামী রবিবার থেকে। বিশাখাপত্তনমে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে যার সূচনা হতে চলেছে। তার আগে এক প্রদর্শনী ফুটবল ম্যাচে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। গত সোমবার মুম্বাইয়ে সেই ম্যাচে অংশ নেন ধোনি। তিনি ছাড়াও বলিউডের বেশ কিছু তারকাও ওই ফুটবলে অংশ নেন। সেই ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করা হয়েছে।

ধোনি যখন ফুটবলে ব্যস্ত, তখন তার স্ত্রী সাক্ষী সিং ধোনি মর্মাহত পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় সিআরপিএফ জওয়ানদের নিহত হওয়ার ঘটনায়।

সোমবার ইনস্টাগ্রামে সাক্ষী একটি কবিতা পোস্ট করেছেন। সন্তানহারা মা এবং পিতৃহারা শিশুর যন্ত্রণার ছবি ফুটে উঠেছে সাক্ষীর সেই কবিতার প্রতি ছত্রে। তিনি লিখেছেন, ‘আর কত বার বাবা-মা দেখবেন তাদের সন্তানের দেহ জড়ানো রয়েছে তেরঙ্গা পতাকায়? আর কতবার অধীর অপেক্ষায় বসে থাকা স্ত্রীরা দেখবেন স্বামীর নিথর দেহ? কতবার রক্তাক্ত হবে হৃদয়? রক্তস্নান করবে এই দেশ?’ সাক্ষী অনুরোধ করেছেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা, এই দৃশ্য যেন আর দেখতে না হয়।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...