ফুটবলার সালাহকে নিয়ে গবেষণা: কট্টর ইসলামবিরোধীর ইসলাম গ্রহণ

ফুটবলার সালাহ
ফুটবলার সালাহ। ফাইল ছবি

পিবিএ ডেস্ক: ছিলেন কট্টর ইসলামবিরোধী, খেলতেন জুয়া, বুঁদ হয়ে থাকতেন মদে। সেই ব্যক্তি গ্রহণ করলেন শান্তির ধর্ম িইসলাম। ইসলাম ধর্ম গ্রহণে যে বিষয়টি কাজ করেছে তা হলো ফুটবলার সালাহ। এ ব্যাপারে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানকে বেন গার্ড জানিয়েছেন, তিনি মদ্যপান ছেড়ে দিয়েছেন। ছেড়েছেন জুয়া খেলাও। তিনি বলেন, ‘এখন আমার হৃদয়টা ভাল আছে।’

তিনি বলেন, ‘যুক্তরাজ্যের অন্য আর দশটা যুবকের মতোই ধর্ম সম্পর্কে আমাদের নেতিবাচক ধারণা ছিল। কিন্তু আমার ধারণা বদলেছে ইসলাম সম্পর্কে জানার পর। এই জানা বোঝার আগ্রহ তৈরির নেপথ্যে ছিলেন সালাহ।’

বেন গার্ড বলেন, ‘এখন এটা বলতে লজ্জা লাগে আমার, আমি আগে মনে করতাম ইসলামী সংস্কৃতি ও মুসলিমরা পশ্চাৎপদ; তারা নতুন কিছু নিতে পারে না। আমি ভাবতাম, মুসলিমরা একটি বদ্ধ ঘরে বসে থাকা হাতির মতো। মুসলিমদের প্রতি ঘৃণা কাজ করত।’

তিনি আরো বলেন, ‘এই আমি আগের আমিই আছি, সঙ্গে যোগ হয়েছে মুসলিম হিসেবে আমি যা পেয়েছি, সালাহ’র কাছ থেকে নিয়েছি। যেহেতু ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেছি, এখন থেকে আমি মুসলিম।’

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় মধ্যপ্রাচ্য বিষয়ক একটি কোর্স পড়াকালে বেন বার্ডকে একবার একটি অ্যাসাইনমেন্টে পশ্চিমা দেশের ইসলাম ভাবনায় মোহাম্মদ সালাহর প্রভাব মূল্যায়ণ করতে বলা হয়। তাঁর গবেষণার শিরোনাম ছিল ‘মোহাম্মদ সালাহ, এ গিফট ফ্রম আল্লাহ।

আরো জানা গেছে, বেন বার্ড ইংলিশ নটিং হ্যাম ফরেস্টের সমর্থক। ক্লাবটির সব ম্যাচের টিকেট কিনে রাখেন তিনি। তবে লিভারপুলের সালাহর সঙ্গে দেখা করতে চান তিনি। তাঁকে বলতে চান, ‘শুকরান।’

পিবিএ/বাখ

আরও পড়ুন...