পিবিএ,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দীন ইসলাম (৪৮) নামে একজন নিহত হয়েছে। এছাড়াও অন্তত ৫০ জন আহত হয়েছে। শনিবার (৮জুন) সকালে এ ঘটনা ঘটে। নিহত দীন ইসলাম হাসিমপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাটখাল ইউনিয়নের হাসিমপুর গ্রামের মাঠে সকালে ফুটবল খেলা হয়। খেলার সময় অতিথিদের গায়ে পানি লাগাকে কেন্দ্র করে এলাকার মিজান গ্রুপ ও হাসান আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দেশিয় অস্ত্রের আঘাতে দীন ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদেরকে মিঠামইনসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পিবিএ/আরআই