ফুটবল দুনিয়ার সর্বোচ্চ এসিস্টের মালিক হলেন মেসি

পিবিএ ডেস্ক: ফুটবল দুনিয়ায় সর্বকালের সর্বোচ্চ এসিস্টের মালিক হলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

মেসি মানেই রেকর্ড, মেসি মানেই নতুন কিছু। তিনি মাঠেই নামেন হয়তো প্রতিদিন কোন কোন রেকর্ড নিজের করে নেওয়ার জন্যই!

এই যেমন গতকাল রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আরও একটি রেকর্ড গড়লেন মেসি। এবার সব থেকে বেশি এসিস্টের রেকর্ড একান্তই নিজের করে নিলেন এই ক্ষুদে জাদুকর।

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটে গ্রীজম্যানের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। গোল গ্রীজম্যান করলেও রেকর্ডের পাতায় নাম উঠে যায় মেসির!

গ্রীজম্যানের গোলে এসিস্ট করার মধ্য দিয়ে রায়ান গিগসকে টপকে সর্বকালের সর্বোচ্চ এসিস্টের মালিক হন বার্সা অধিনায়ক লিও মেসি।

সর্বমোট ২৭৩ টি এসিস্ট করেছেন মেসি। যার মধ্যে বার্সেলোনার হয়ে ২৩২টি এবং আর্জেন্টিনার হয়ে ৪১টি এসিস্ট করেছেন এই ফুটবল জাদুকর।

পিবিএ/ইকে

আরও পড়ুন...